বাসাইলে ৩ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

প্রকাশ | ১০ জুন ২০২৪, ১৩:২১

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের বাসাইলে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১০ জুন) উপজেলা হল রুমে এ মেলা উপলক্ষে আলোচনা সভা শেষে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরুখ খান। 

এসময় উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম, বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শাহজাহান আলী। আলোচনা শেষে অতিথিবুন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

যাযাদি/ এসএম