লামায় তেলজাতীয় ফসলের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
প্রকাশ | ১০ জুন ২০২৪, ১৯:৫৫

বান্দরবানের লামায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুন) বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে গজালিয়া ব্লকের উদ্যোগে সরিষা প্রদর্শনী প্লটের চাষীদের নিয়ে তারার ঝিরি পাড়ায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
৬নং ইউপি মেম্বার শৈথুইপ্রু মার্মার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিত বড়ুয়া, গজালিয়া ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র বড়ুয়া ও সাপমারাঝিরি ব্লকের কর্মকর্তা গোপন চৌধুরী। এসময় উপকারভোগী কৃষক সহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।
উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিত বড়ুয়া জানান, উপজেলা সরিষা আবাদ হয়েছে ৭২ হেক্টর জমি, যা সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯২.৯৪ মেট্রিক টন। সূর্যমুখী জাতের ৫.৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে। এতে সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০.১৭ মেট্রিক টন। সরিষা ও সূর্য্যমুখী চাষের সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে উপজেলা প্রায় ২৩০ জন চাষী এই জাতের তেল উৎপাদনের নিয়োজিত রয়েছে। এই জাতীয় ফসল থেকে তেল উৎপাদনের বান্দরবান কৃষি অফিসের জরিপে গজালিয়া ব্লকের চাষীরা ২য় স্থান অর্জন করেছে বলে সূত্রে জানা গেছে।
যাযাদি/এসএস