কাপ্তাইয়ে চোলাই মদসহ আটক ২
প্রকাশ | ১১ জুন ২০২৪, ১২:২৮

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর পৃথক দুইটি অভিযানে ৪২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন মো. খোরশেদ আলম (৩০)। তিনি রাঙামাটি পৌর এলাকার পুরাতন বাস স্টেশন এর মৃত গোলাম মাহমুদ প্রকাশ গোলাম মোহাম্মদ এর ছেলে। আটককৃত অপরজনের নাম রনি (২৩)। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দ বাড়ী এলাকার কামাল উদ্দিনের ছেলে।
কাপ্তাই থানার ওসি মো. আবুল কালাম জানান, সোমবার (১০ জুন) বিকেল ৫ টা ৫ মিনিটে থানার এসআই মো. হাবীবুর রহমান, সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ থানাঘাট এলাকার পোস্ট অফিস সংলগ্ন ঘাটে যাওয়ার প্রবেশ মুখে পাঁকা রাস্তার উপর দক্ষিণ পাশে ৩০ (ত্রিশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ মো. খোরশেদ আলমকে আটক করা হয়।
অপরদিকে একইদিন বিকেল সাড়ে ৫টায় থানার এসআই মো. আ. সবুর খান সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ বারোঘানিয়া গেইটের সামনে লিচু বাগান টু কাপ্তাই গামী রাস্তার দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর হতে ১২ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ রনিকে আটক করা হয়।
ওসি জানান, অবৈধ মাদক নিজ হেফাজতে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মঙ্গলবার (১১ জুন) সকালে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
যাযাদি/ এসএম