নানা অনিয়মের অভিযোগে ফেনীর ওয়ান স্টোপস ক্লিনিক বন্ধ ঘোষণা
প্রকাশ | ১২ জুন ২০২৪, ১১:২৮

নানা অনিয়মের অভিযোগে ফেনীর ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিকের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) দুপুরে শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে অবস্থিত ক্লিনিকটিতে যৌথ অভিযান পরিচালনা করেন স্থানীয় জেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ।
এসময় নানা অনিয়মের অভিযোগ ক্লিনিকটি বন্ধের পাশাপাশি কর্তৃপক্ষের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজীব তালুকদার।
অভিযানকালে সেখানে উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. মমিনুল ইসলাম সোহাগ সহ পুলিশ বিভাগের কর্মকর্তারা।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগে ইতিপূর্বে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ প্রতিষ্ঠানটিকে চিঠি দিয়ে অপারেশন বন্ধ রাখাসহ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল।
কিন্তু তারা অপারেশনও বন্ধ করেনি,নোটিশেরও জবাব দেয়নি। ফলে প্রতিষ্ঠানটিকে নগদ ৫ হাজার টাকা জরিমানাসহ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।সেই সঙ্গে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
যাযাদি/ এসএম