চারদিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম
প্রকাশ | ১২ জুন ২০২৪, ২০:১২

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চারদিন বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কার্যক্রম। ওই চারদিনকে ব্যবসায়িক ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে ওই সময়ে বন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
স্থলবন্দর আমদনি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ সফিকুল ইসলাম আজ বুধবার সকালে জানান, আগামী ১৬ জুন রোববার থেকে ১৯ জুন বুধবার নাগাদ বন্দরে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে।
বিষয়টি দু’দেশের ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদেরকে অবহিত করা হয়েছে।
যাযাদি/ এম