সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদারের মৃত্যু

প্রকাশ | ১৩ জুন ২০২৪, ১৭:৫৮

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি যাযাদি

চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন (ইউপি)পরিষদের সাবেক চেয়ারম্যান ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বাজালিয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম সিকদার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দুই ছেলে তিন মেয়ে রেখে গেছেন। তিনি বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উত্তর বাজালিয়া জমিদার বাড়ির মরহুম বদিউর রহমান সিকদারের প্রথম পুত্র।

গতকাল বাদে এশা স্থানীয় নন্না চৌধুরী জামে মসজিদের ঈদগাহ মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবার।

তাঁর মৃত্যুতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি ও সাবেক যোগাযোগমন্ত্রী ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


যাযাদি/এসএস