বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় লেগুনাচালক নিহত
প্রকাশ | ২২ জুন ২০২৪, ১৪:৫২

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ এলাকায় শনিবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে যাত্রীবাহী বাসের ধাক্কায় রুবেল মোল্লা(৩৬) নামে এক লেগুনা চালক নিহত হয়েছেন। তিনি মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের আম্রাইল গ্রামের আবুল মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে চালক রুবেল মোল্লা লেগুনা নিয়ে মির্জাপুর থেকে চন্দ্রার উদ্দেশে রওনা হয়ে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ক্যাডেট কলেজ এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৬-১০৯৪) লেগুনাটিকে ধাক্কা দেয়। পেছন থেকে ধাক্কা দেওয়ায় লেগুনার সামনে থাকা অপর একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে লেগুনার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকের আসনে থাকা রুবেল মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।
গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান জানান, বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
যাযাদি/ এসএম