আটোয়ারীতে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি
প্রকাশ | ২৩ জুন ২০২৪, ১৯:৫১

পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ আওয়ামীলীগের গৌরবোজ্জ্বল ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচীর সূচনা হয়। অত:পর স্থানীয় আ’লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হকের নেতৃত্বে বাদ্যযন্ত্র সহকারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রার নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু মুর্যালে পুষ্পমাল্য অর্পন শেষে দলীয় কার্যালয়ে ফিরে গিয়ে আলোচনাসভায় মিলিত হন। গৃহীত কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন নবাগত উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম মোর্শেদ মানিক, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ দেলোয়ার হোসেন, মোজাক্কারুল আলম চৌধুরী কচি, মোঃ আবু তাহের দুলাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ আঃ কুদ্দুশ প্রমূখ।
যাযাদি/ এম