নোয়াখালীতে ফিটনেসবিহীন ও রুট পারমিটবিহীন যানবাহন ধরতে অভিযান

প্রকাশ | ২৬ জুন ২০২৪, ১২:২৫

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
ছবি: যায়যায়দিন

নোয়াখালীতে সড়ক মহাসড়ে ফিটনেসবিহীন ও রুট পারমিটবিহীন যানবাহন চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

মঙ্গলবার (২৫ ‍জুন) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমানের নেতৃত্বে ঢাকা-নোয়াখালী মহাসড়কের গাবুয়া নামক এলাকায় বিআরটিএ নোয়াখালী সার্কেল এ অভিযান পরিচানা করে।

এসময় ছয়টি যানবাহনের চালককে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মামলার আওতায় এনে মোট ৯ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া মহাসড়কে চলাচলকারী বিভিন্ন গণপরিবহণের ভাড়ার তালিকা, রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, রুট পারমিট, চালকদের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, সিটবেল্ট ইত্যাদি পরীক্ষা করা হয়। 
অভিযানে বিআরটিএ নোয়াখালীর মোটরযান পরিদর্শক মাহবুব রাব্বানী, সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায়, সুধারাম মডেল থানা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন ।

সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায় জানান, সড়কপথে গণপরিবহণের নিরাপত্তা, দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হবে।

যাযাদি/ এসএম