ফেনী বার্তা ও ফেনীর সময় সম্পাদকের রোগমুক্তি কামনায় প্রেসক্লাবে দোয়া 

প্রকাশ | ২৬ জুন ২০২৪, ১৩:১৫

ফেনী প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ফেনী বার্তা সম্পাদক মীর হোসেন মীরু এবং সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের রোগমুক্তি কামনায় ফেনী প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাপ্তাহিক ফেনী বার্তা পরিবারের আয়োজনে মঙ্গলবার (২৫ জুন) বিকালে দোয়া পরিচালনা করেন পাগলা মিয়ার তাকিয়া মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যমুনা টিভি প্রতিনিধি আরএম আরিফ রহমান।

ফেনী বার্তার ব্যবস্থাপনা সম্পাদক এম. এমরান পাটোয়ারীর সার্বিক তত্ত্বাবধানে দোয়া অনুষ্ঠানে অংশ নেন জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা সম্পাদক মোস্তফা হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রথম আলো প্রতিনিধি আবু তাহের, সংগ্রাম প্রতিনিধি একেএম আবদুর রহীম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, সাধারণ সম্পাদক এম এ জাফর, ফেনী জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন সহ প্রমুখ। 

যাযাদি/ এসএম