নাটোরে নারী অধিকার ও সুশাসন শক্তিশালীকরণে ত্রৈ-মাসিক সংলাপ

প্রকাশ | ২৬ জুন ২০২৪, ১৫:২৬

নাটোর প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নাটোরে নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজের (যুক্ত) প্রকল্প জেলা নাগরিক সমাজ সংগঠনের সঙ্গে ত্রৈ-মাসিক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৬ জুন) দুপুরে ভিক্টোরিয়া পাবলিক লাইব্ররীর হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে বিস্তারিত আলোচনা করেন- নাটোর জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর  রহমান।

সংলাপে বক্তারা বলেন, নারীদের সকল অধিকার সর্বক্ষেত্রে সমান। নারীকে দুর্বল ভাবা যাবে না। নারী উন্নয়ননীতি ২০১১ অগ্রগতি করা দরকার। তারা সমাজের সকলক্ষেত্রে অবদান রাখছেন। এছাড়াও  সংলাপে মোবাইল ব্যাংকিং মাধ্যমে সেবা প্রদান, ঋণ কার্যক্রম, সামাজিক নিরাপত্তা বেষ্টিনির আওতায় পিছিয়ে পড়ার রোধে কাজ করা হয়। 

ডাসকো ফাউন্ডেশন’র ট্রেনিং এন্ড এ্যাডভোকেসি অফিসার মাকসুদা খানমের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- দিঘাপতি এম কে কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, তেবাড়িয়া উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী। এছাড়াও সংলাপে বিভিন্ন কমিউনিটি থেকে আগত সিএসও সদস্য, ছাত্র-ছাত্রী, জেলা সিএসও সদস্য, এফএফ, সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম