নীলফামারীতে কৃষকদলের মতবিনিময় সভা

প্রকাশ | ২৮ জুন ২০২৪, ১৯:২১

স্টাফ রিপোর্টার, নীলফামারী
ছবি-যায়যায়দিন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নীলফামারী জেলা শাখার উদ্যোগে শুক্রবার সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় প্রধান অতিথি হিসেবে বকৃতা করেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কর্নেল (অব.) এসএম ফয়সাল ও প্রধান বক্তা হিসেবে বকৃতা করেন কৃষকদলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক।  

জেলা বিএনপির পৌর মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ের পার্শ্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাতীয়তাবাদী কৃষকদলের নীলফামারী জেলা শাখার আহবায়ক মগনি মাসুদুল আলম দুলালের সভাপতিত্বে বকৃতা করেন জেলা বিএনপির সভাপতি আখম আলমঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক জহুরুল আলম, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদুল হাসান, কৃষিবিদ পারভীন আক্তার ও সহদপ্তর সম্পাদক সুলেমান হোসেন, রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আনোয়ার সাহাদত ও শাহ্ নেওয়াজ লাবু প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন কৃষকদলের সদর উপজেলার সদস্য সচীব নুরুজ্জামান নূরু।

প্রধান অতিথি কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কর্নেল (অব.) এসএম ফয়সাল বলেন, রক্ত দিয়ে স্বাধীন করা দেশ আজ দেশের জায়গায় নেই। একটি অগনতান্ত্রিক সরকার পরিকল্পিতভাবে দেশের সবকিছু ধংস্ব করে দিচ্ছে। পার্শ্ববতী ভারতের ইচ্ছেই চলছে এই দেশ। তাই ভারতকে খুশি রাখতে সব কিছু বিক্রি করা হয়েছে। জনগণ বিচ্ছিন্ন দলটি প্রতিনিয়ত উন্নয়নের নামে মিথ্যাচার করছে। জনগণের ভোটে নির্বাচিত নন বলেই জনগনের কথা ভাবেননা আওয়ামীলীগ। কৃষকরাও প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে সবকিছু থেকে। 

যাযাদি/ এসএম