কালুখালী ঘুরে দেখলেন ১০ স্প্যানিশ পর্যটক
প্রকাশ | ০৯ জুলাই ২০২৪, ১৩:৩৩

রাজবাড়ীর কালুখালী উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখলেন ১০ জন স্প্যানিশ পর্যটক। উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া গ্রামের আ. রাজ্জাক মিয়া’র ছোট ছেলে লন্ডন প্রবাসী মো. হানিফ মিয়া’র আমন্ত্রণে সোমবার রাতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন।
মঙ্গলবার সকালে তোফাদিয়া, রতনদিয়া বাজার, কালুখালী রেলস্টেশন, ঝাউগ্রাম, কালিকাপুর সহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন।
উপজেলার বিভিন্ন স্থান ঘুরে যাবার সময় পর্যটকদের মধ্যে নীলাস বলেন, লন্ডনে বসবাসরত হানিফ আমার দীর্ঘদিনের বন্ধু। তার আমন্ত্রনে বাংলাদেশে আসা। বাংলাদেশ একটি সুন্দর দেশ। এখানে এসে আমাদের খুব ভালো লেগেছে। এদেশের মানুষগুলো বন্ধুসুলভ। বাংলাদেশের মানুষের অতিথেয়তা আমার চিরদিন মনে থাকবে। সুযোগ পেলে আবারও বাংলাদেশে আসবো।
যাযাদি/ এসএম