ঘোড়াঘাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ফুল সরেন

প্রকাশ | ০৯ জুলাই ২০২৪, ১৯:২৭

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১নং ওয়ার্ডের উপ নির্বাচনে নারী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ফুল সরেন। এ পদে আগামী ২৭ জুলাই নির্বাচন হওয়ার কথা ছিল। 

এর আগে চলতি বছরের ২৮ মার্চ ওই ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছাঃ নার্গিস খাতুন স্বেচ্ছায় পদত্যাগ করেন। ফলে পদটি শূন্য হয়। 

এ বিষয়ে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহীনুর আলম জানান, এ পদে দুইজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিলের পর গত শুক্রবার যাচাই বাছাই শেষে দুইজনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়। 

তারা হলেন, উপজেলার বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া গ্রামের শামসুল ইসলামের স্ত্রী তানজিলা আক্তার ও দামোদরপুর গ্রামের ছোট লগেনের স্ত্রী ফুল সরেন। মঙ্গলবার ৯ জুলাই প্রার্থী তানজিলা আক্তার তার মনোনয়ন পত্রটি প্রত্যাহার করে নেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ফুল সরেন। 

তবে ১০ জুলাইয়ের মধ্যে ফুল সরেন মনোনয়ন পত্র প্রত্যাহার করলে এ ওয়ার্ডে পুনরায় তফসিল ঘোষনা করা হবে, তবে না করলে তাকে নির্বাচিত ঘোষনা করা হবে।  

এ ওয়ার্ডে মোট ভোট কেন্দ্র ৩টি, মোট ভোটার সংখ্যা ৭,৯৫৪টি, পুরুষ ভোটার ৩,৯৭৮টি, মহিলা ভোটার ৩৯৮০টি।

যাযাদি/ এম