বগুড়ায় জামাইয়ের হাতে শাশুড়ি খুন

প্রকাশ | ১১ জুলাই ২০২৪, ০৯:১৫

বগুড়া প্রতিনিধি
রাসেল হোসেন

বগুড়ার আদমদীঘিতে মেয়ে জামাই রাসেল আহমেদের  লোহার বেরির  আঘাতে বৃদ্ধ শাশুড়ি জোবেদা বেওয়া  নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার চাপাপুর ইউনিয়নের মিতইল পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে জামাই রাসেল আহম্মেদ ও তার মা জুলেখা বেগম পলাতক রয়েছেন।

নিহত জোবেদা বেওয়া ওই গ্রামের মৃত ছোলেমান আলীর স্ত্রী। পুলিশ তার লাশ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠিয়েছে। 


উপজেলার মিতইল গ্রামের বিধবা জোবেদার একমাত্র মেয়ে সালেহাকে আড়াই বছর আগে একই গ্রামের সেলিম হোসেনের ছেলে রাসেল আহমেদের সাথে বিয়ে দিয়ে ঘরজামাই রাখেন জোবেদা।

ঘরজামাই থাকাকালে রাসেল নানা কারণে তার স্ত্রী সালেহা ও শাশুড়ি জোবেদা বেওয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করে।

যাযাদি/ এস