দোকানের তালা কেটে ১৪ লাখ টাকার সিগারেট চুরি
প্রকাশ | ১২ জুলাই ২০২৪, ১৯:৫৮

গাজীপুরের শ্রীপুরে ভারী বর্ষণের রাতে দোকানের তালা কেটে প্রায় ১৪ লাখ টাকার সিগারেট চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা থেকে পাঁচটার মধ্যে উপজেলার বরমী বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বরমী এলাকার ফিরোজ মোড়লের ছেলে আমির হোসেনের মালিকানাধীন মেসার্স আমির ট্রেডার্স বিভিন্ন তামাকজাত দ্রব্যের পরিবেশক। বৃহস্পতিবার বাণিজ্যিক কার্যক্রম শেষ করে ব্যবসা প্রতিষ্ঠান নিয়মমাফিক বন্ধ করা হয়। প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীরা যে যার মত বাড়িতে চলে যান। এরপর শুক্রবার সকালে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আমির হোসেন জানতে পারেন তার দোকানের সামনের এর দুটি তালা ভাঙ্গা। লোকজনের কাছে এই খবর পেয়ে তিনি দোকানে পৌঁছে চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হন । ভেতরে প্রবেশ করে দেখতে পান মজুদ করা বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ সিগারেট নিয়ে গেছে চোরেরা।
মেসার্স আমির ট্রেডার্সের মালিক আমির হোসেন বলেন, রাত দুইটা থেকে ভোর পাঁচটার মধ্যে তার দোকানে চুরি হয়েছে। পুরেরা প্রচুর পরিমাণ সিগারেট নিয়ে গেছে। এগুলোর আর্থিক মূল্য প্রায় ১৪ লাখ টাকা বলে দাবি করেন তিনি।
এই প্রসঙ্গে শ্রীপুর থানার কর্তব্যরত পুলিশ অফিসার উপপরিদর্শক (এসআই) রিগান মোল্লা যায়যায়দিনকে বলেন,' এ ঘটনায় থানায় কেউ অভিযোগ বা জিডি করেনি। তবে, ৯৯৯ ফোন করেছিল। আমরা খোঁজ নিয়ে পরে জানাতে পারবো। '
যাযাদি/ এসএম