ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কার চালক

প্রকাশ | ১৩ জুলাই ২০২৪, ২৩:২৫

নাটোর প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে থাকা ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সাজ্জাতুল সম্রাট (২৮) নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার রয়না প্রেট্রো পাম্প এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। এসময় চালকের বন্ধু মেহেদী হাসান আহত হয়েছেন।

নিহত সম্রাট পাবনার আটঘড়িয়া থানার দাপুনিয়া গ্রামের এবং মেহেদী কুমিল্লার লাঙ্গলকোট থানার কদমতলী এলাকার বাসিন্দা।
মেহেদী হাসান বলেন,  সম্রাট ও আমি দুই বন্ধু। আমরা ঢাকার মিরপুরে একসাথে ব্যবসা করি। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ ২১-২০১১) মালিক সাজ্জাতুল সম্রাট। 

আমরা প্রাইভেটকার চালিয়ে সম্রাটের গ্রামের বাড়িতে যাচ্ছিলাম। দুপুরে হোটেলে খাবার খেয়ে সম্রাট গাড়ী চালাচ্ছিল। রয়না পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে একটি ছাগল প্রাইভেটকারের সামনে চলে আসে। ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে প্রাইভেটকার রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়িয়ে যায়। আমাদেরকে উদ্ধার করে বনপাড়ায় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সম্রাটকে মৃত ঘোষনা করে।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পুরিদর্শক (এসআই) আলিমুল ইসলাম বলেন, প্রাইভেটকারের চালক ও মালিক নিহত সম্রাট নিজেই। গাছের সাথে ধাক্কা লেগে কারটি দুমড়ে-মুচরে যায়। সম্রাটের লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। আইনানুগ ব্যাবস্থা চলমান রয়েছে।

যাযাদি/এস