আশুগঞ্জে ৩৪ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

প্রকাশ | ১৪ জুলাই ২০২৪, ১৯:৩১

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ছবি-যায়যায়দিন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে  মাইক্রোবাসে করে গাঁজা পাচারের সময় ৩৪ কেজি গাঁজাসহ মোঃ জাবেদ মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাবেদ মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের  তাজুল ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহামেদ বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। 

যাযাদি/ এম