নরসিংদী কারাগার
জেল থেকে পালানো ২ আসামি গাজীপুরে গ্রেফতার
প্রকাশ | ২৪ জুলাই ২০২৪, ১৯:২১
নরসিংদী জেলা কারাগারের গেইট ভেঙ্গে হত্যা মামলার পলাতক দুই আসামিকে গত মঙ্গলবার দুপুরে গ্রেফতার করেছে গাজীপুর মেট্টোপলিটন গাছা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী জেলার মাধবদী থানার মৃত লীল মিয়ার ছেলে খোরশেদ আলম (৪৮) এবং একই জেলা ও থানার পিতা- মৃত আব্দুস সামাদ এর পুত্র আব্দুল কাদির (৫৩)।
গাজীপুর মেট্টোপলিন গাছা থানার ওসি জিয়াউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গত ২০ জুলাই নরসিংদী জেলা কারাগারে নাশকতার ঘটনায় জড়িত ও জেলা কারাগার থেকে পলাতক একজন আসামী কুনিয়া গাছা রোড জামান মার্কেটে আত্মগোপনে আছে।
পরে গত ২৩ জুলাই মঙ্গলবার দুপুর পৌনে দুইটার সময় খোরশেদ আলম (৪৮)'কে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে আসামী আব্দুল কাদির (৫৩) কে গাছা থানাধীন চান্দরার চুনেরখলা এলাকা থেকে আটক করা হয়।
আসামীরা আইন সঙ্গত হেফাজত হতে পলায়ন করেছে মর্মে প্রতীয়মান হওয়ায় তাদেরকে ফৌঃ কাঃ বিঃ ৫৪(৫) ধারা মোতাবেক গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বিকালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ফৌঃ কাঃ বিঃ ৫৪(৫) ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
যাযাদি/ এম