শৈলকুপায় একদিনে তিনজনের আত্মহত্যা
প্রকাশ | ২৬ জুলাই ২০২৪, ১৪:৫৭

ঝিনাইদহের শৈলকুপায় ২৪ ঘণ্টার মধ্যে পৃথক ঘটনায় এক নারীসহ তিনজন আত্মহত্যা করেছেন।
গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত ৯টা থেকে ১১টার মধ্যে এসব হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মৃতদের মধ্যে রয়েছেন উপজেলার রুপদা গ্রামের মৃত ইরাদ আলী বিশ্বাসের ছেলে আব্দুর রাজ্জাক বিশ্বাস (৭৪), চড়িয়া গ্রামের গোলাম রসুলের মেয়ে রীনা খাতুন (৯) এবং ভাটই এলাকার মৃত আবু জাফর বিশ্বাসের স্ত্রী নাদেরা বেগম (৫৬)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, মৃতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমন মর্মান্তিক ঘটনার পর এলাকাবাসী শোকাহত এবং পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
যাযাদি/ এম