গাজীপুরে কোটা বৈষম্য আন্দোলনকারীদের মহাসড়ক অবরোধ

প্রকাশ | ০২ আগস্ট ২০২৪, ২২:৪৮

গাজীপুর প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার মসজিদ থেকে শুক্রবার জুম্মার নামাজের পর  শত শত শিক্ষার্থী ও মুুসুল্লিরা কোটা বৈষম্য আন্দোলনে শিক্ষার্থীকে গুলি করে হত্যা ও শিক্ষার্থী গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করে। 

এসময় বিক্ষোভকারীদের ছবি তুলতে গেলে বিক্ষোভকারীরা জেলা পুলিশ (ট্রাফিক) পিএসআই হাফিজুর রহমানকে পিটিয়ে আহত করেছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাইফুল আলম। তবে এসময় অন্য শিক্ষার্থীরা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

আন্দোলনকারীরা জুম্মার নামাজ শেষ হওয়ার সাথে সাথেই নানা ভাষায় শ্লোগান আর জাতীয় পতাকাহাতে নিয়ে  নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার, পল্লীবিদ্যুৎ,আনসার একাডমীর ৩ নং গেইট,কালিয়াকৈর বাজার এলাকায় বিক্ষোভ করতে থাকেন। এসময় আন্দোলনকারীরা পুলিশদের উদ্দেশ্যে ভুয়া ভুয়া বলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।  

মহাসড়ক অবরোধের ফলে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এদিকে বিকেল ৩টার দিকে উপজেলার  রুপনগর এলাকায় টিএসআই হাফিজুর রহমান নামে এক পুলিশ আন্দোলনকারীদের মিছিলের ছবি তুলতে গেলে তাকে ধাওয়া করে এবং হামলা চালিয়ে আহত করে।   

নাওজোর মহাসড়ক থানার পরিদর্শক মো. শাহাদৎ হোসেন জানান, শুক্রবার দুপুর ৩টা থেকে ৬টা পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে ওই পথে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। পরে সন্ধ্যার দিকে তারা এলাকা ত্যাগ কওে গাড়ি চলাচল শুরু করে। তবে তিনি 

সফিপুর আনসার একাডেমির সামনে শত শত শিক্ষার্থী ও  মুুসল্লিরা মহাসড়ক অবরোধ করে রাখে। কালিয়াকৈর থানা পুলিশ সফিপুর বাজারে নিরব দর্শকের মত দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে নানা ভাষায় শ্লোগান দিতে থাকে।

কোটা বৈষম্য আন্দোলনকারীদের মহাসড়কে আন্দোলনের ফলে সফিপুর বাজার এলাকা থেকে উভয় পাশে প্রায় ১০কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় যাত্রীরা অসনীয় দুর্ভোগ পোহাতে হয়। মহাসড়কে বিকেল সাড়ে ছয়টার দিকে অভবরোধ তুলে নিয়ে মহাসড়কে যান চলাচর আবার স্বাভাবিক হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ও হামলায় হতাহত কারীদের বিচার, গ্রেপ্তারকৃত সকল শিক্ষার্থীদের মুক্তি, শিক্ষার্থীদের নিরাপত্তার দাবী করেন।  

মৌচাক পুলিশ ফাঁিড়র ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল আলম বলেন, জুম্মার নামাজের পর মুসল্লিসহ ছাত্ররা মিছিল বের করেন।  তারা শান্তিপুর্নভাবে মিছিল করে। কোনপ্রকার নাশকতা এড়াতে আমরা পাশেই অবস্থান করেছিলাম। তবে বিকেলের দিকে  ট্রাফিকের এক পুলিশের উপর আন্দোলনকারীরা হামলা করেছে বলে জানতে পেরেছি। পরে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন । 

যাযাদি/ এস