শুক্রবার মধ্যরাত থেকে বৃষ্টি কমে যাওয়ায় নামতে শুরু করেছে নদ-নদীর পানি। তবে বান্দরবানে কয়েকদিনের টানা ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এখনো পানিবন্দি নিম্নাঞ্চলের কয়েকশ পরিবার।
এদিকে, এখনো রাস্তা-ঘাট, ব্রিজ কালভার্ট পানিতে তলিয়ে থাকায় নৌকায় করে পারাপার করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
অন্যদিকে, জেলা সদরের সাথে সবকটি উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য মতে, গতকাল শুক্রবার ২৪ ঘন্টায় জেলায় ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
উল্লেখ্য, গেল বুধবার (৩১ জুলাই) থেকে অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাঙ্গু, মাতামুহুরী, ও নাফ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বান্দরবান সদর, রুমা, থানচি, লামা-আলীকদম ও নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে পড়ে কয়েকশ পরিবার।
যাযাদি/ এসএম