সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

চট্টগ্রামে ছাত্র-জনতার সঙ্গে পুলিশ-ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো
  ০৪ আগস্ট ২০২৪, ১৩:০১
ছবি-যায়যায়দিন

এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সকাল থেকেই চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় সদরঘাট এলাকার মোড় থেকে হামলা চালান ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। তারা গুলি ও ককটেল বিস্ফোরণ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে নগরের কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট মোড়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। এসময় সমাবেশ থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সকাল সাড়ে ১১ টার দিকে বিক্ষোভকারীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। পুলিশ টিয়ারসেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, দুই পক্ষের মাঝখানে বেরিক্যাড দেওয়া হবে। যাতে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। নগরে দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও থানা পুলিশ মাঠে রয়েছে।

এদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দুপুর ১টায় নিউ মার্কেট চত্বরে গণজমায়েত করবে মহানগর আওয়ামী লীগ।

এর আগে শনিবার একই স্থানে শিক্ষার্থীরা সমাবেশ করেছিলেন। এদিন সমাবেশে নানা শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। তবে এদিন বিকেলে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয়, সন্ধ্যায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িতে হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিন রাতেই হামলা চালানো হয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক আহ্বায়কসহ দলটি অন্তত চার নেতার বাসায়।

এর মধ্যে মেয়র রেজাউলের বাড়িতে হামলার পর পুলিশ-ছাত্রলীগের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এতে মো. শহীদ নামে একজন মারা যান এবং গুলিবিদ্ধ হন আরও কয়েকজন।

এদিকে, রোববারের কর্মসূচিকে কেন্দ্র করে রাতভর সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সমর্থক এবং শিক্ষার্থীরা পাল্টাপাল্টি স্ট্যাটাস দেন। এতে রোববার নিউমার্কেট মোড় উভয়পক্ষ দখলে রাখার ঘোষণা দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে