সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১

স্লোগানে উত্তাল পাকেরহাট

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  ০৪ আগস্ট ২০২৪, ১৪:৪৭
ছবি-যায়যায়দিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচি সফল করতে দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাট স্লোগানে উত্তাল, শক্ত অবস্থানে ছিলেন আন্দোলনকারী ছাত্র-জনতা।

রবিবার (৪ আগস্ট) সকাল থেকে উপজেলার পাকেরহাট শাপলা চত্বরে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এরপর ১১ টায় বিক্ষোভ মিছিল পাকেরহাট শাপলা চত্বর থেকে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে অবস্থান নিয়ে এক দফা দাবি সরকারের পদত্যাগের দাবিতে বক্তারা বক্তব্য প্রদান করেন। এরপরে দুপুরের দিকে আবারো পাকেরহাটের প্রধান সড়কে মিছিল করে আন্দোলনকারীরা। এই সময়ে দোকানপাট বন্ধ ছিল।

এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আন্দোলনকারীরা সড়কে অবস্থানের সময় পাকেরহাটের মূল সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও যানবাহনগুলো অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে দেখা যায়। তবে খানসামা উপজেলায় কোন সংঘর্ষ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, সারাদেশের মতো শান্তিপ্রিয় খানসামা উপজেলাতেও কোটা আন্দোলন হচ্ছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশ সর্বদা সজাগ আছে। সেই সাথে কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে