ঝিনাইদহে শিক্ষার্থীদের থানা ঘেরাও পুলিশ বক্স ভাঙচুর, গুলিবিদ্ধ ১১
প্রকাশ | ০৪ আগস্ট ২০২৪, ১৫:৪২
ঝিনাইদহে শিক্ষার্থী পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বিক্ষুব্ধ শিক্ষর্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ মুহুর্মুহু রাবার বুলট, টিয়ারশেল ও গুলি ছোড়ে। এতে ১১ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির প্রথম দিন রোববার বেলা ১১টার দিকে শহরের পায়রা চত্বর, শহীদ মিনার ও কেন্দ্রীয় বাসটার্মিনালে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। এরপর তারা মিছিল নিয়ে শহরে প্রবেশ করে।
এসময় একটি মিছিল থেকে থানা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে শিক্ষার্থীরা। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া শ্লোগান দেয়। পরে তাদের সাথে আরো শিক্ষার্থী যোগ দিয়ে থানা ঘেরাও করে। এসময় পরিস্থিতি সামাল দিতে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলট, টিয়ারশেল ও গুলি করে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পোস্ট অফিস মোড় ও চুয়াডাঙ্গা বাসস্টান্ডের পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে শহর রণক্ষেত্রে পরিণত হয়। এতে ১১ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকাল পর্যন্ত কোটাবিরোধী আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে রাখে। জেলা শহরে সকল প্রকার দোকানপাট বন্ধ রয়েছে। উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। তবে শহরের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোন নেতাকর্মীকে রাস্তায় দেখা যায়নি।
যাযাদি/ এসএম