কুমিল্লা সেনাবাহিনীর শিক্ষার্থীদের উল্লাস করতে দেখা গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় ক্যান্টনমেন্টের ফটকে এ ঘটনা ঘটেছে।
রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় এঘটনার পর এখনও শিক্ষার্থীরা ক্যান্টনমেন্টের প্রধন ফটকটি আটকে রেখেছে।
সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় যায়। সেখান থেকে আলেখারচর এলাকায় গিয়ে আবার ফিরে আসে। পেছন থেকে তাদের আক্রমণ করে কয়েকজন। আগ্নেয়াস্ত্রসহ তাদের আক্রমণে ছড়িয়ে ছিটিয়ে যায় শিক্ষার্থীরা। তখন ক্যান্টনমেন্ট এলাকার ফটকে শিক্ষার্থীদের ঢুকতে দেয়নি সেনা সদস্যরা। এসময় তাদের বেদম মারধর করে হামলাকারীরা। পরে হামলাকারীরা চলে গেলে শিক্ষার্থীরা আবারও এসে ক্যান্টনমেন্ট ফটক আটকে দেয়। প্রায় এক ঘণ্টা আটকে রেখেছে শিক্ষার্থীরা। এখনও ক্যান্টনমেন্ট ফটকে শিক্ষার্থীরা রয়েছেন। তাদের সেনাবাহিনীর গাড়িতে উঠে উল্লাস করতে দেখা গেছে। অনেকে সেনাবাহিনীর সাঁজোয়া যানে উঠে পতাকা নাড়তে দেখা যায়। ফটকের সামনে সেনাবাহিনী হাতে হাত দিতে ধরে দাঁড়িয়ে থাকলেও কাউকে প্রতিরোধ করতে দেখা যায়নি। শিক্ষার্থীরা এখনও ভুয়া ভুয়া দুয়োধ্বনি দিচ্ছেন এবং ফটক আটকে রেখেছেন।
কয়েকজন সমন্বয়ক জানান, আমরা শান্তিপূর্ণভাবে ক্যান্টনমেন্ট এলাকায় মিছিল করছিলাম। আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করে। কেউ আমাদের উদ্ধার করেনি। আমরা এখন ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থান করছি।
যাযাদি/ এসএম