সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

ধাওয়া পাল্টা ধাওয়ার পর খুলনা আ’লীগ কার্যালয়ে আগুন

খুলনা অফিস
  ০৪ আগস্ট ২০২৪, ১৬:৪১
ছবি-যায়যায়দিন

খুলনা নগরীর শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। একই সময় খুলনা নগরীর সেরে বাংলা সড়কের শেখ বাড়ি হিসেবে পরিচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও শেখ সালাহউদ্দিন জুয়েলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে বিক্ষোভ আন্দোলনকারীরা এই এঘটনা ঘটায়।

আজ রোববার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১ টার দিকে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আওয়ামী লীগ যুবলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হঠাৎ কিছু আন্দোলনকারী পিকচার প্যালেস মোড় থেকে দলীয় কার্যালয়ের দিকে যেতে চাইলে আওয়ামী লীগ নেতা কর্মীরা তাদের ধাওয়া করে।

দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময়ে কয়েকটি ককটেল নিক্ষেপ ও গুলির শব্দ শোনা যায়।পরে আন্দোলনকারীরা একত্রিত হয়ে আওযামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা পিছু হটে যায়।

আন্দোলনকারীরা আওয়ামী লীগ অফিসের দ্বিতীয তলায় উঠে ভাঙচুর ও চেয়ার টেবিলে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।এখনো উত্তেজনা বিরাজ করায় উভয় পক্ষের কারো সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না।একই সময় খুলনা জেলা পরিষদ অফিসের ভবনের সামনে আগুন দিেেছ। যমুনা টিভির প্রতিবেদকের গাড়িসহ ৪টি মোটর সাইকেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

এছাড়া খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদারকে পিটিয়ে জখম করা হয়েছে বলে জানা গেছে।

সরকারের পদত্যাগের একদফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে খুলনায় সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। আজ রোববার (৪ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে নগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে তারা।

এসময় আন্দোলনকারীদের দফায় দফায় মিছিল ও বিক্ষোভ করতে দেখা যায়। আটকে দেওয়া হয়েছে মোড়ের চতুর্দিকের চলাচলের পথ। ফলে যানজটের সৃষ্টি হয়েছে। একদফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনের অংশ খুলনা ডাক বাংলা মোড় হয়ে আওয়ামী লীগ অফিসে আগুন দেয়,দোকান পাট ভাংচুর, আন্দোলনকারীরা ¯স্লোগানে স্লোগানে উত্তাল করে রেখেছে শিববাড়ি মোড়।

এসময় আন্দোলনকারীদের ‘দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ’, দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, – সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা গেছে।খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আজ সকাল ১১ টার দিকে ক্যাম্পাস থেকে একটি মিছিল নিয়ে নগরীর শিববাড়িদিকে যাত্রা করে।মিছিলটি যখন নগরীর সোনাডাঙ্গা মোড়ে এলাকায় আসে তখন সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ তাদেরকে সাহায্য করে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে