সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

লোহাগড়ায় সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  ০৪ আগস্ট ২০২৪, ১৭:১৫
আপডেট  : ০৪ আগস্ট ২০২৪, ১৭:১৭
ছবি-যায়যায়দিন

নড়াইলের লোহাগড়ায় এক দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রোববার সকাল ১০টার পর শিক্ষার্থীরা ঢাকা- বেনাপোল সড়কের কুন্দশী সিএন্ডবি চৌরাস্তায় এলাকায় অবস্থান নিয়ে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এর কিছু সময় পর লক্ষীপাশা পৌর আওয়ামীলীগ অফিস থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন ও সহ- সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ফয়জুল হক রোমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা লাঠিসোটা সহকারে একটি মিছিল নিয়ে সিএন্ডবি চৌরাস্তায় আন্দলনরত ছাত্রদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার পর ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায়। সংঘর্ষের মধ্যে পড়ে ইটের আঘাতে একটি বাস ও একটি ট্রাকের সামনের গ্লাস ভেঙ্গে যায়। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে বিক্ষুদ্ধ হামলাকারীরা এনপিপির ( ন্যাশনাল পিপলস পার্টি) সভাপতি এ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদের বাড়ীর গেটে ইট-পাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে বাড়ির জানালার কাচ ভেঙ্গে যায়। এ সময় ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিল।

এ সব বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, লোহাগড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। তেমন কোন সহিংসতার খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে