শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

‘ছাত্রলীগের হামলায়’ যায়যায়দিনের ২ সাংবাদিক আহত

যাযাদি ডেস্ক
  ০৪ আগস্ট ২০২৪, ১৭:৫২
ছবি-যায়যায়দিন

বৈষম্য ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবিতে কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা ও ছাত্রলীগের সাথে সংঘর্ষ হয়। আন্দোলন চলাকালে সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় ছাত্রলীগের হামলার স্বীকার হয়েছেন দৈনিক যায়যায়দিনের মাল্টিমিডিয়ার ২ জন সংবাদকর্মী।

রোববার (৪ আগস্ট) দুপুর দেড় টার দিকে রাজধানীর ঝিগাতলায় এই হামলার ঘটনা ঘটে।

এ সময় তাদেরকে মারধর এবং মোবাইলসহ মাইক্রোফোন ছিনিয়ে নেয় ছাত্রলীগ। হামলার এক পর্যায়ে মাটিতে যায় নাহিদ হাসান এবং আমিরুল ইসলাম। পরবর্তীতে সেখানে উপস্থিত অন্যান্য গণমাধ্যম কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আহত নাহিদ জানান , লাইভে থাকাকালীন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে কয়েকজন মিলে থাপ্পড়, কিল-ঘুষি, মাথায় এবং শরীরে রড আর লাঠি দিয়ে আঘাত করে । এক পর্যায়ে সেখানে অন্যান্য সংবাদকর্মীরা এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আহত আরেক সাংবাদিক আমিরুল জানান, সহকর্মী নাহিদকে বাঁচাতে গেলে তিনিও হামলার স্বীকার হন, পরবর্তীতে তাদের নিকটস্থ হাপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কোটা বিরোধীরা আজ সকালে ঝিগতলা থেকে সাইন্সল্যাবের সামনে জড়ো হয়ে অসহযোগ আন্দোলনের কর্মসূচি পালন করে। এতে ছাত্রলীগ ও শিক্ষার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে