সৈয়দপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে মানুষের ঢল, সংঘর্ষে আহত ১২ জন
প্রকাশ | ০৪ আগস্ট ২০২৪, ১৭:৫৮
নীলফামারীর সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার (৪ আগস্ট) হাজার-হাজার শিক্ষার্থী-জনতা রাজপথ দখলে রাখে। হাজার-হাজার শিক্ষার্থী জড়ো হতে থাকে সৈয়দপুর শহরের সাত বীরশ্রেষ্ঠ চত্বরে। সমবেত শিক্ষার্থীদের সবার মুখে ছিল একদফার ¯স্লোগান।
পরে বিশাল মিছিল বের করে শহর অতিক্রম করে স্মৃতি অম্লান চত্বরে সমাবেশ করে। এসময় পুলিশ মিছিলে কোনো ধরনের বাঁধা দেয়নি।
দুপুরের পর আন্দোলনকারী শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ফিরে যেতে থাকলে কতিপয় নেতা-কর্মি তাদের লাঠি-সোঠা দেখালে আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে পড়ে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। একপর্যায়ে তারা আ’লীগ অফিসে ভাংচুর চালায়।
এসময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছুঁড়লে প্রায় বেশ কয়েকজন আহত হন। ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোঁড়া হয়েছে বলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহা আলম নিশ্চিত করেছেন।
এদিকে কে বা কারা বিএনপি’ অফিসে হামলা চালিয়েছে বলে খবর পেয়ে এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহা আলমের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বিএনপি’ অফিসে হামলা হয়েছে কি-না ? এ বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক ডাক্তার নাজমুল হুদা জানান, হাসপাতালে ১২ জন চিকিৎসা নেন। এরমধ্যে একজনকে উন্নত চিকিৎসার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। (ছবি আছে)
যাযাদি/ এম