গোবিন্দগঞ্জে বিএনপি’র উদ্যোগে আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত

প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ২১:২২

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্দ্যেগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে দোয়া ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেলে উপজেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি রংপুর বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপেজলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহমেদ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব রেজানুল হাবিব প্রধান রফিক, পৌর বিএনপি’র আহ্বায়ক রবিউল কবির মনু, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম আলতাব হোসেন পাতা, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, পৌর বিএনপি’র সিনিয়র সদস্য মনোয়ার হোসেন রাজু, উপজেলা বিএনপি’র চলতি দপ্তরের দায়িত্ব প্রাপ্ত সাজাদুর রহমান সাজু, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে অধ্যাপক যোবায়েরুল হক, রফিকুল ইসলাম মঞ্জু, রুহুল আমিন লেবু, সাইফুল ইসলাম, আব্দুল মালেক ও শের শাহ বিমান, কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, হরিরামপুর ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রধান বিপ্লব, রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের মধ্যে আলম সরকার, খন্দকার মোস্তাইন বিল্লাহ্ লুলু, আতিকুর রহমান খন্দকার সিজু, মোস্তফা কামাল, জাহিদুল ইসলাম, মাসুদুর রহমান, ফিরোজ কবির, মাহবুবুর রহমান, তছলিম উদ্দিন সরকার ,নাজিম উদ্দিন আলম,আতিকুর রহমান রিপন ও আব্দুল বারী চিতু, পৌর যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন লিপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ শাহ আলম, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি নজরুল ইসলাম, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মতলেব সরদার, কৃষকদল নেতা আতাউর রহমান সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আল আমিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার, সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক মাহমুদ পাঠান বিপুল, পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফ মাহমুদ, মহিমাগঞ্জ সাংগঠনিক থানা ছাত্রদলের সদস্য সচিব ইসমাইল হোসেন প্রমুখ।

সভায় সকল প্রকার হিংসা-বিদ্বেষ, ব্যক্তিগত আক্রোশ, হানাহানি এবং হামলা-ভাংচুরসহ বিভিন্ন ধরণের চাঁদাবাজি থেকে দলের নেতা কর্মীদের বিরত থাকাসহ দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলার জন্য উপস্থিত দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ প্রদান করা হয়। শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ, মুগ্ধ ও জুয়েলসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। 

যাযাদি/ এম