মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

সাবেক মেয়রকে স্বপদে বহালের দাবিতে সমাবেশ, দশ সহস্রাধিক মানুষের ঢল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  ২১ আগস্ট ২০২৪, ১৫:২৫
আপডেট  : ২৪ আগস্ট ২০২৪, ১০:৪৩
ছবি: যায়যায়দিন

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমানকে পুনরায় স্ব-পদে বহালের দাবিতে বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা ত্রি-মোড় এলাকায় মিছিল ও সমাবেশ করেছেন নাগরিক সমাজ। নাগরিক সমাজের আয়োজনে সমাবেশে প্রায় দশ সহস্রাধিক মানুষের ঢল।

সমাবেশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভা গঠিত হওয়ার পর প্রশাসক থেকে একাধিক বার পৌর মেয়র নির্বাচিত হন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান। মেধা ও শ্রম দিয়ে টানা ২০ বছর দায়িত্ব পালনকালে তিনি পৌরসভাকে প্রথম শ্রেনীতে উন্নতিকরণসহ ব্যাপক উন্নয়ন করেন। নাগরিক সেবা নিশ্চিত করাসহ সামাজিক উন্নয়নের ভূমিকা রেখে প্রশংসিত হয়েছেন মানবিক মেয়র মজিবুর রহমান।

কিন্তু গত ১৮ আগস্ট স্থানীয় সরকার বিভাগ হঠাৎ করে সারা দেশের সকল মেয়রকে অপসারণ করেন। বুধবার সকালে মানবিক পৌর মেয়র মজিবুর রহমানকে পুনরায় স্ব-পদে বহালের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে মিছিল ও সমাবেশ করেছেন নাগরিক সমাজ।

সমাবেশে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী আন্দোলনকারী, কালিয়াকৈর পৌর, উপজেলা, ইউনিয়নের নাগরিক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, দলীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।

এসময় তারা অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর কাছে ওই মানবিক মেয়র মজিবুর রহমানকে পুনরায় স্ব-পদে বহালের দাবী জানান। এছাড়াও সারা দেশে ১৩ জন বিএনপির মেয়রকে পুনর্বহালের দাবিও জানান উপস্থিত বক্তারা । রিয়াজ উদ্দিনের সভাপতিত্ব ও এম এরশাদের সঞ্চালনায় সমাবেশে নাগরিক সমাজের পক্ষে বক্তব্য রাখেন- হযরত আলী মিলন, সামসুল আলম সরকার, সাইজুদ্দিন, সারোয়ার হোসেন আকুল, আমজাদ হোসেন, হারুন অর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক সিহাব, ইশরাকসহ আরো অনেকে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে