চুয়াডাঙ্গা থেকে ভারতীয় ৪৫টি অবৈধ মোবাইল ফোন সেট উদ্ধার
প্রকাশ | ২৩ আগস্ট ২০২৪, ১৯:০১

চুয়াডাঙ্গার শহরের বড়বাজারের একটি ফ্লাক্সিলোডের দোকান থেকে ৪৫টি ভারতীয় অবৈধ মোবাইল ফোন সেট উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১টায় এ অবৈধ মোবাইল ফোন সেট গুলো উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি শুক্রবার বেলা প্রায় সাড়ে ৩টার দিকে মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদকর্মীদের জানান, চুয়াডাঙ্গা শ্যাকরাতলা পাড়ার মরহুম আনোয়ার হোসেনের ছেলে ফ্লাক্সিলোডের দোকানদার রাশেদ ভারত থেকে অবৈধভাবে মোবাইল ফোন সেট গুলো চোরাইপথে নিয়ে আসে। গোপনে তার প্রতিষ্ঠানে যৌথ অভিযান করার আগেই রাশেদ পালিয়ে যায়। ওই দোকান থেকে উদ্ধার করা হয়।
মোবাইল ফোন সেটগুলো জব্দ করো চুয়াডাঙ্গার সদর থানায় জমা দেয়া হয়েছে। পলাতক রাশেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
যাযাদি/ এসএম