মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

দুর্যোগ-দুর্দিনে অন্তর্বর্তীকালীন সরকার পাশে থাকবে: ধর্ম উপদেষ্টা

লক্ষ্মীপুর প্রতিনিধি
  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:২০
ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন বলছেন, দেশের দুর্যোগ দুর্দিনে এ অন্তর্বর্তীকালীন সরকার দেশবাসীর কল্যাণে পাশে আছে এবং থাকবে। পাশাপাশি আলেম ওলামারা আছে। আমরা লক্ষ্য করছি ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যায় বানভাসি মানুষের পাশে যেভাবে আলেম-ওয়ালামা, মাদ্রাসার শিক্ষার্থীরা ঝাপিয়ে পড়ছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া আল-আরাবিয়া দারুল উলুম মাদ্রাসায় প্রাঙ্গণে ত্রাণসামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ধর্ম উপদেষ্টা আরও বলেন, আমরা লক্ষ্য করছি ফেনীতে বেসরকারি উদ্যোগে নিয়ে ১ কোটি টাকার ব্যয়ে একটি বাঁধ নির্মাণ করতেছে। সেখানেও সরকারি উদ্যোগে কাজ চলছে। ইন শা আল্লাহ এ চলমান পরিস্থিতি থেকে আমরা উদ্ধার হবো। আমরা বেশি করে আল্লাহতালার সাহায্য চাইবো।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মো. সোহেল রানা, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন মজুমদারসহ প্রমুখ।

আল-মানাহিল ফাউন্ডেশনের এ উদ্যোগে ৫ শতাধিক বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। একইসময় নারী-পুরুষ দুই শতাধিক পেল উপহার শাড়ি-লুঙী।

চরমটুয়া আল-আরাবিয়া দারুল উলুম মাদ্রাসায় পরিচালক মাওলানা আবু তাহেরের সঞ্চালনায় আয়োজিত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এদিকে সকাল সাড়ে ৭টার দিকে ধর্ম উপদেষ্টা ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণসামগ্রী, ও পুর্নবাসস্থান করার জন্য ঢেউটিনসহ ঘর নির্মাণের সামগ্রী বিতরণ করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে