মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনির ও সাধারণ সম্পাদক মোস্তফা 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৫
 শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনির ও সম্পাদক মোস্তফা।

দীর্ঘ সময়ের পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত । বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের হল রুমে উৎসব মুখর পরিবেশে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

৪০ জন ভোটারের মধ্যে ৩৮ জন ভোটারের ভোট প্রদানের মধ্য দিয়ে সভাপতি পদে ৩১ ভোট পেয়ে প্রভাষক সামিউল আযম মনির ও সাধারণ সম্পাদক পদে ১৫ ভোট পেয়ে মাদ্রাসা শিক্ষক মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলমগীর সিদ্দীকি ভোট পান ৭টি, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট পান যথাক্রমে মনিরুজ্জামান মুকুল ৭ ভোট, জি এম কামরুজ্জামান ৮ ভোট ও আসাদুজ্জামান লিটন ৮ ভোট।

নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াহেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা, কল্যাণ ব্যানার্জী ও ছাত্র সমন্বয়ক মাছুম বিল্যা। নির্বাচন কমিশনার ভোট গননা শেষে ফল প্রকাশ করেন।

শ্যামনগর প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন আহবায়ক সাংবাদিক জি এম মুনসুর আলম, সদস্য সচিব সাংবাদিক জি এম মোহাম্মদ আলী ও সদস্য এস এম আলমগীর হায়দার।

এছাড়া আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে সাংবাদিক জাহিদ সুমন, যুগ্ম সম্পাদক তপন কুমার বিশ্বাস, সাংগাঠনিক সম্পাদক আব্দুল কাদের, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মারুফ ও অর্থ সম্পাদক পদে সোহরাব হোসেন।

ভোট গ্রহণ চলাকালে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জিব দাশ,উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম সহ অন্যান্যরা পরিদর্শন করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে