খুলনার পাইকগাছায় কৃষক প্রশিক্ষণ, ফলের চারা ও সবজি চাষ প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় সবজি চাষ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পরে এ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে ফলের চারা ও মাচায় সবজি চাষ প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বিভাস চন্দ্র সাহা, উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম, জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোছাদ্দেক হোসেন ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস।
যাযাদি/ এসএম