বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

কুতুবদিয়ায় বন্যার্তদের জন্য লক্ষাধিক টাকা পাঠাল ছাত্ররা

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০
ছবি: যায়যায়দিন

বন্যার্তদের সাহায্যের জন্য কুতুবদিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রহ করা ১ লাখ ২ হাজার ২৮২ টাকা পাঠানো হয়েছে। গতকাল ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে শায়খ আহমাদুল্লাহ পরিচালিত আস-সুন্নাহ-ফাউন্ডেশনের অ্যাকাউন্টে ওই অর্থ পাঠানো হয়।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক রিদুয়ানুজ্জামান হেলালি। এসময় হেলালি বলেন, উপজেলার বিভিন্ন স্থানে আমরা ছাত্ররা গিয়ে টাকা গুলো কালেক্ট করেছি। আমরা ১ লাখ ২ হাজার ২৮২ টাকা একত্রিত করে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আস-সুন্নাহ-ফাউন্ডেশনের অ্যাকাউন্টে পাঠিয়েছি। আমাদের পক্ষ থেকে আর কোনো ফান্ড কালেক্ট করা হবে না।

এছাড়া উপস্থিত ছিলেন, মুরাদ, শাকিল, সাদিকুর রহমান হিরু, শফিকুল ইসলাম দিয়াসহ অনেকে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে