নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা সভাকক্ষে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামকে বরণ করে নেন অফিসার্স ক্লাবের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার পূর্বাচল রাজস্ব সহকারী কমিশনার (ভূমি) উবায়দুর রহমান সাহেল, উপজেলা প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল-আল-আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা রিগ্যান মোল্লা, নির্বাচন অফিসার তাজাল্লী ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুমানুর নাহার,
কৃষি অফিসার আফরোজা সুলতানা, উপজেলা সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম, উপজেলা উপ সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা আয়েশা খাতুন, মৎস কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, সহকারী মৎস কর্মকর্তা আক্কাস আলীসহ জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগন।
জানা গেছে, গত ২ সেপ্টেম্বর ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলকে ঢাকা বিভাগীয় কার্যালয়ে পদায়ন করা হয়েছে। তিনি ১১ ডিসেম্বর ২০২৩ সালে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকারকে নরসিংদী জেলার শিবপুরে বদলি করা হয়।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম পূর্বে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
যাযাদি/ এম