নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্রজনতার গণঅভ্যুত্থান, জনগণ কীভাবে সুফল পাবে? শীর্ষক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পযন্ত বৈষম্য বিরোধী ছাত্রজনতার ব্যানারে কেন্দুয়ার সর্বস্তরের ছাত্রজনতার আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে এ মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে নাহিদ হাসান সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, শিক্ষক আবুল কালাম আজাদ, মোঃ লুৎফর রহমান, সৈয়দ রায়হান উদ্দিন, শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক প্লাবন, সিয়াম, হুমায়ুন ভূঞা, রফিকুল, সোহাগ, সাইমন, পিজিক্যালী চ্যালেঞ্জ জুনায়েদুল হক ফারুক, হুমায়ুন আহমেদ অর্ক প্রমুখ ।
বক্তারা আগামী বাংলাদেশ বিনির্মানে দিক নির্দেশনা দেন এবং ছাত্র ও সুধীসমাজের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক জিয়াউর রহমান জীবন, আবুল কাশেম, কাউসার, শিক্ষক সাফায়েত আহমেদ, মানবিক কেন্দুয়া গ্রুপের এডমিন সৌরভসহ ছাত্র, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন ।
যাযাদি/এসএস