বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

গাজীপুরে পোশাক কারখানায় বিশৃঙ্খলা-নৈরাজ্যরোধে বিএনপির প্রহরা

গাজীপুর প্রতিনিধি
  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৩
ছবি : যায়যায়দিন

গাজীপুরে কল-কারখানায় চলমান বিশৃঙ্খলা ও নৈরাজ্য রোধে গাজীপুর মহানগরের বাসন থানা বিএনপি নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে।

গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক সুরুজ আহমেদ জানান, এ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে বাসন থানা এলাকায় অবস্থিত বিভিন্ন কারখানার সামনে অবস্থান কর্মসূচি, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত তিনদিন ধরে নানা অজুহাতে কারখানা শ্রমিকরা ভাংচুর, হামলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে।

এতে পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানা বন্ধের উপক্রম হয়েছে। এজন্য বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কারখানা এলাকায় টহল জোরদার করেছে। এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার বাসন থানা এলাকায় বিভিন্ন কল-কারখানা সামনে ও আশপাশ এলাকায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রহরা বসিয়েছে।

এসব টিমে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সুরুজ আহমেদ, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান বাসন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন বাবু , যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপি নেতা মিজানুর রহমান নয়া মন্ডল রফিকুল ইসলাম রাতা, হাজী রফিকুল ইসলাম আব্দুল কাদির প্রমুখ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে