কুমিল্লায় জোরপূর্বক প্রধান শিক্ষকের পদত্যাগ পত্রে স্বাক্ষর, মামলা : তদন্তের নির্দেশ

প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪১ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৮

স্টাফ রিপোর্টার, কুমিল্লা
ছবি : যায়যায়দিন

দেবিদ্বারে প্রকাশ্যে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে একজন প্রধান শিক্ষককে পদত্যাগে স্বাক্ষর নেয়ার অভিযোগে কুমিল্লার আদালতে ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বাঙ্গুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সেলিম বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হচ্ছেন, দেবিদ্বার উপজেলার বাঙ্গুরী গ্রামের আবদুল মান্নান ওরফে কামাল ড্রাইভার, আবু হানিফ সরকার মেম্বার, জাহাঙ্গীর আলম খান ও গুনাইঘর গ্রামের গিয়াস উদ্দিন।

 আদালত অভিযোগ আমলে নিয়ে তদন্তের জন্য শিল্প পুলিশকে নির্দেশ নিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়, মামলায় অভিযুক্তরা বেশ কিছু দিন ধরে বাঙ্গুরী উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষক মো. সেলিমকে অফিস থেকে বের করে নেয়ার চেষ্টা করে এবং পদত্যাগ করার হুমকী দেয়। সর্বশেষ  গত ২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে প্রধান শিক্ষক সেলিম বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার পদ্মকোট উত্তর পাড়া রাস্তার উপর পৌছলে আসামিরা তাকে জোরপূর্বক সিএনজিতে উঠয়ে প্রধান আসামি কামাল ড্রাইভারের বাড়িতে নিয়ে যায়। এ সময় ওই প্রধান শিক্ষক চিৎকার করলে তার মুখ চেপে ধরে হত্যার চেষ্টা করা হয়। পরে কামালের ঘরে নিয়ে ১০০ টাকার ৩টি অলিখিত নন জুডিসিয়াল স্ট্রাম্প ও ২/৩টি সাদা কাগজে স্বাক্ষর দিতে বলে। ওই কাগজেই পদত্যাগপত্র লেখা হয়। মামলার বাদী বলেন স্বাক্ষর দিতে অস্বীকার করায় তাকে লোহার রড দিয়ে পিটিয়ে পরে স্বাক্ষর দিতে বাধ্য করে। এ সময় তার নিকট থেকে টাকা ও মোবাইল লুটে নেয়া হয়। তিনি আরও বলেন,আসামিরা আমাকে এক ঘন্টা আটকে রেখে বলে ‘ স্বেচ্ছায় আপনাকে পদত্যাগ করতে বলেছিলাম, পদত্যাগ করেননি, তাই এখন স্বাক্ষর দেয়া স্টাম্প ও কাগজ দিয়ে পদত্যাগ পত্র তৈরী করা হবে।’

প্রধান শিক্ষক সেলিম তার বিরুদ্ধে আনা এলাকার কতিপয় ব্যক্তির ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করে বলেন, এর আগে একটি চক্র আমার বিরুদ্ধে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র করেছে। তদন্তে তা প্রমানিত হয়নি। এবার সরকার পরিবর্তনের কারণে এ চক্রটি আবার সক্রিয় হয়ে আমাকে পদত্যাগ পত্রে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে এখন প্রচারণা চালাচ্ছে আমি সে¦চ্ছায় পদত্যাগ করেছি। আশা করি আদালত থেকে ন্যায় বিচার পাবো।

বাদীর আইনজীবী মো. মনির হোসেন বলেন, ‘জোরপূর্বক কাগজে স্বাক্ষর নিয়ে তা প্রধান শিক্ষকের স্বেচ্ছায় পদত্যাগ বলে চালিয়ে দেয়া হয়েছে। বিষয়টি তদন্তের জন্য শিল্প পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।’

যাযাদি/ এস