বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

উলিপুরে বিএনপি কে সাজাতে ব্যাস্ত কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক

উলিপুর (কুড়িগ্রাম ) প্রতিনিধি
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৪
ছবি : যায়যায়দিন

গত ৫আগস্ট আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসন আমলের পতন হয়েছে। ওই সরকারের মেয়াদ কালে বিএনপির নেতাকর্মীরা জেল জুলুম ও পুলিশি নির্যাতনের ভয়ে দলীয় কর্মকান্ডে অনেকটা স্তিমিত হয়ে পড়েছিল। তৃর্নমুল পর্যায়ে দলীয় কর্মকান্ড চাঙ্গা ও দলকে সুসংগঠিত করতে ইতিমধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্রদের মাগফেরাত ও সাবেক প্রধান মন্ত্রি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনাসহ সভা সমাবেশ করে দলকে সুসংগঠিত করা হচ্ছে। এ ভাবে কথা গুলো বলছিলেন সাংগঠনিক সম্পাদক জননেতা আব্দুল খালেক।

বিএনপির এ নেতার ভাষ্য, বিএনপি,ছাত্রদল যুবদলসহ সহযোগি ও অঙ্গ সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষে তৃর্নমুলের ওয়ার্ড কমিটি গুলোকে সক্রিয় করার জন্য বিভিন্ন সামাজি কর্মকান্ডও হিন্দুদের সম্পদ রক্ষাসহ কেউ যাতে বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সে কাজ গুলো করা হচ্ছে। তাছাড়া সামনে নির্বাচনী প্রস্তুতির জন্য দলকে প্রস্তুত করা হচ্ছে। সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ মাঠ ছাড়া। সেই সুযোগে উলিপুরে শুধু বিএনপি নয়, একই ভাবে দল গোছিয়ে নিচ্ছে জামাতে ইসলামীও।

দুই দলের নেতাকর্মী বলছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপি ও জামাতের উপর শুরু হয় নানা অত্যাচার ও নির্যাতন।

কারণে অকারণে মিথ্যা মামলার ভয়ে দলের কর্মকান্ড পরিচালনা করতে না পারলেও বিএনপি ছিল সংগঠিত। এছাড়া জামাতের উপর চলেছে মামলা পর মামলা। ফলে ঘরে থাকতে পারেনি অনেক নেতাকর্মী। এরপরও দলকে আকড়ে ধরে আছেন নেতাকর্মীরা। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে পরিচ্ছন্ন রাজনীতির প্রত্যয় নিয়ে দলকে সুসংগঠিত করছেন বিএনপি ও জামাতে ইসলামের শীষ নেতারা।

উপজেলা বিএন পির আবু জাফর সোহেল রানা বলেন বলেন,অতিত থেকে শিক্ষা নিয়ে ত্যাগী নেতাকর্মীর সমন্বয়ে গঠিত হয়েছে শক্তিশালী ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি। তারা সংঘবদ্ধ থেকে মানুষের সুখ দুঃখের সাথী হয়ে কাজ করবে। সেই সাথে কোন প্রকার চাঁদাবাজী অথবা মানুষকে হয়রানী না করার কঠোর নির্দেশও দেওয়া হয়েছে। এ ধরনের অভিযোগ পেলে তাকে বহিস্কার করা হবে। সামনের নির্বাচনকে ফলো প্রসু করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।

জামায়াতে ইসলামীর উলিপুর পৌরসভার ৬নং ওয়াড কমিটির সভাপতি মো. সাজেদুল ইসলামের ভাষ্য,দলকে সক্রিয় করতে মুল সংগঠনের পাশা পাশি কাজ করছে মহিলা জামাতে ইসলাম ও ছাত্র শিবির।

উপজেলা জামায়াতের আমির মো. মশিউর রহমানের ভাষ্য,পতিত সরকারের আমলে নেতাকর্মীরা অনেক মামলার শিকার হলেও দলীয় ভাবে অন্য যে কোন সময়ের চেয়ে দল সংগঠিত বলে জানান তিনি। তারপরও দলকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে বিপদ গ্রস্ত মানুষের পাশে দাড়ানোও নানা সামাজিক কর্মকান্ডসহ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কোরআনও দিনের দাওয়াতী কাজ করা হচ্ছে। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের কর্মকান্ডকে ঘৃনা ভরে প্রত্যাখান করে ৫ আগষ্ট ছাত্র জনতা সরকারের পতন ঘটিয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবিব রানার ভাষ্য,দলীয় নেতাকর্মীদের মধ্যে কিছুটা হতাশা ও ভিতিকর পরিস্থিতি বিরাজ করছে। সে কারনে আমরা কালক্ষেপন করছিএবং পরিস্থিতি পর্যবেক্ষন করছি। দলের কেন্দ্রিয় নিদেশনা না থাকায় কোন কর্মকান্ড করছি না। নির্দেশনা এলে দলকে সংগঠিত করে কর্মসুচী পালন করা হবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে