ঢাকার জেলার ডিসি হলেন গফরগাঁওয়ের তানভীর আহমেদ
প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০

ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গফরগাঁয়ের তানভীর আহমেদ। নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীসরকার।
সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার এ কর্মকর্তাকে ঢাকা জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তানভীর আহমেদ গফরগাঁও সরকারি কলেজের অর্থনীতি বিভাগের( আবঃ) অধ্যাপক মো. তাফাজ্জল হোসেন ও প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা সিরাজুন্নেসার
সন্তান । তার বাড়ি গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নের বড়বড়াই গ্রামে ।
তানবীর আহাম্মেদ গফরগাঁও ইসলামিয়া সরকারী হাইস্কুল থেকে এসএসসি, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে অনার্স ও মাস্টার্স করে ২৪ তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন ।
তিনি চাকুরী জীবনে মাঠ প্রশাসনসহ বিভিন্ন পদে পেশাদারিত্ব ও সততার দায়িত্ব পালন করেন।
যাযাদি/ এস