হবিগঞ্জের জেলা প্রশাসক মো. ফরিদুর রহমান
প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৮

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের উপসচিব মো. ফরিদুর রহমান হবিগঞ্জের জেলা প্রশাসক হয়ে আসছেন। শিগগির তিনি নতুন কর্মস্থলে যোগ দিবেন বলে জানিয়েছেন।
২৪তম বিসিএস ব্যাচের কর্মকর্তা মোঃ ফরিদুর রহমান ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার হিসেবে চাকুরিজীবন শুরু করেন। পরে ঢাকায় সহকারি কমিশনার (ভূমি) ও চুয়াডাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদে দায়িত্ব পালন করেছেন।
সবশেষ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের উপসচিব থেকে গতকাল তাঁকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। তিনি শিগগির নতুন কর্মস্থলে যোগ দিবেন বলে যায়যায়দিনকে জানান। মোঃ ফরিদুর রহমান মাগুড়া জেলার বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র-কন্যার পিতা।
যাযাদি/ এসএম