মহম্মদপুরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে বিএনপির মানববন্ধন

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০১

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

মাগুরার মহম্মদপুর সদরের বাসস্টান্ড এলাকায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাধারণ জনতার ব্যানারে ‘মানববন্ধন’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি নেতা গোলাম আজম সাবু ও জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চুর নেতৃত্বে মহম্মদপুর উপজেলায় ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ জনগণের নামে হয়রানীমূলক মামলা দায়ের করার প্রচেষ্টার প্রতিবাদে ওই মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধা বক্তব্য দেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু বলেন, ‘আমাদেরকে জড়িয়ে যে মানববন্ধন করা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত। আমাদের রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ সামাজিকভাবে আমাদেরকে হেয় করার জন্য অন্যায়ভাবে আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করছেন।’

যাযাদি/ এসএম