জয়পুহাটের ক্ষেতলাল উপজেলার নওটিকা-কেশুরতা উচ্চ বিদ্যালয় মাঠে আন্দোলনে সারাদেশে নিহত সব শহীদের স্মরণে বৃক্ষরোপণ করেছে বসুন্ধরা শুভসংঘ।
স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সারা দেশে অন্তত ৬৩১ জন নিহত ছাত্রদের স্বরণে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ওই বিদ্যালয় মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ। আম, জাম, পেয়ারা কাঠাল,জলপায়,জারুল ও নিমগাছের চারা রোপণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ক্ষেতলাল শাখার সভাপতি এম রাসেল আহমেদ। বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশের বিভিন্ন স্থানে শুভ সংঘের আয়োজনে আহত ছাত্র-জনতার জন্য সুস্থতা কামনা ও নিহতদের আত্নার শান্তি কামনায় দোয়া মাহফিল এবং তাদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন শুভসংঘের ক্ষেতলাল উপজেলার সাধারন সদস্য মোঃ আরিফ হোসেন, শাহিন আহমেদ, মিজানুর রহমান, আঃ মান্নান, ও সামিউল ইসলাম আনোয়ার হোসেন প্রমুখ।
যাযাদি/ এসএম