চিতলমারীতে নবাগত ও বিদায়ী ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা
প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৬

বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজ পরিবারের পক্ষ থেকে চিতলমারীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী ইউএনও মোঃ আসমত হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টম্বর) বিকাল ৩টায় আনুষ্ঠানিক ভাবে নবাগত ও বিদায়ী ইউএনওকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী, সহকারী অধ্যাপক মোঃ খায়রুল ইসলাম, শ্রীনিবাস মণ্ডল, আমানত আলী, প্রভাষক মোঃ আব্দুল আহাদ, জসীম উদ্দীন, রবিউল ইসলাম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক শহীদ মীর, সদস্য সচিব ইমরান মিরাজসহ কলেজ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
প্রসঙ্গত, বদলিজনিত কারণে যশোশের শার্শা উপজেলা ইউএনও নয়ন কুমার রাজবংশীকে চিতলমারী উপজেলায় ও চিতলমারী সদ্য বিদায়ী ইউএনও মোঃ আসমত হোসেনকে খুলনার দাকোপ উপজেলায় পদায়ন করা হয়।
যাযাদি/ এসএম