ঝালকাঠিতে আমুসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৬

ঝালকাঠি প্রতিনিধি
সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু

ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুসহ ৪১ জনের নামে দ্রুতবিচার আইনে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিএনপি নেতা মিনার মাহমুদ জুয়েল বাদী হয়ে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

আদালতের বিচারক মো. মনিরুজ্জামান ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে লিপিবদ্ধ করার নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, বিএনপিকে নেতৃত্বশূন্য করার অসৎ উদ্দেশ্যে আমির হোসেন আমুর নির্দেশে সন্ত্রাসী বাহিনী ২০২২ সালের ৭ আগস্ট ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সামনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের ওপর হামলা করে। তার গাড়ি ভাঙচুর ও তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা।

জামালের ছোট ভাই জুয়েল বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় এতো দিন মামলা করতে পারিনি। আসামিরা আমার ভাইসহ বিএনপি নেতাদের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেন।’

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মামলার কাগজ এখনো হাতে পাইনি। হাতে পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

যাযাদি/ এসএম