শিশুর নিরাপদ খাদ্যের নিশ্চয়তা ও অপুষ্টি দূরীকরনে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের ঊহড়ঁময (আমাদের রয়েছে যথেষ্ট) প্রচারাভিযান কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে গত বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে পূর্বধলা এপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান। সভায় সভাপতিত্ব করেন নান্দাইল এসিও, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ পূর্বধলা এপি’র সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক। ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মূল বক্তব্য উপস্থাপন করেন ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর ন্যাশনাল এডভোকেসি কো-অর্ডিনেটর মো: জামালুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: মফিজুল হক, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তাজুল ইসলাম, ওয়ার্ল্ডভিশন কর্মকর্তা মার্টিন এম মানখিন, পূর্বধলা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বদরুজ্জামান, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, প্রোগ্রাম অফিসার তাপসী সাংমা, মানসী মোদক, বাবলী রংমা, হাফিজুল হক সোহাগ প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় ঊহড়ঁময (আমাদের রয়েছে যথেষ্ট) প্রচারাভিযানের উদ্দেশ্য হলো খাদ্যের অনিশ্চয়তা ও অপুষ্টি দুরীকরণে গুরুত্বপুর্ণ সমস্যাগুলিকে চিহ্নিত করে তা মোকাবেলা করা এবং প্রতিটি শিশুর পুষ্টিকর খাদ্য ও সুস্থ্য জীবন নিশ্চিত করা। প্রচারাভিযান চলবে ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত।