ভূঞাপুরে কিশোর গ্যাং প্রতিরোধে মানববন্ধন

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৪

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ছবি যাযাদি

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা কিশোর গ্যাং প্রতিরোধ কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভূঞাপুর হাইস্কুলের পুকুর পাড়ে  মানববন্ধন করা হয়েছে।  

দীর্ঘদিন যাবত কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেছে ভূঞাপুরের জনগণ। তারা প্রতিনিয়ত ঝগড়া, মারামারি,  ইভটিজিং,  চাঁদাবাজি, চুরি, টেন্ডারবাজিসহ নানান অপকর্মে লিপ্ত রয়েছে। তারা নিরীহ ছাত্র-ছাত্রীদের টিফিনের টাকা, মহিলাদের ব্যাগ ছিনতাইসহ সকল অপকর্মে জড়িয়ে পড়েছে।

তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে ভূঞাপুর বাজার বণিক সমিতির সাবেক সেক্রেটারি গোলাম কিবরিয়া মুকুলকে সভাপতি করে কিশোরগ্যাং প্রতিরোধ কমিটি গঠন করে, তারই নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ইবরাহীম খাঁ সরকারি কলেজ, ভূঞাপুর ফাজিল মাদরাসা, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও বিভিন্ন কিন্ডারগার্টেনের সহস্রাধিক শিক্ষক, ছাত্র, অভিভাবক এবং ব্যবসায়ী  মানববন্ধনে অংশ নেয়।  বক্তব্য রাখেন, অধ্যাপক আনোয়ার হোসেন তালুকদার, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি  খায়রুজ্জামান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার,  প্রধান শিক্ষক মহিউদ্দিন, ওয়াহেদুজ্জামান পলাশ, বাজার বণিক সমিতির সাবেক সম্পাদক আব্দুল করিম খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মিজানুর রহমান,  আলতাব হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক হাছান সারোয়ার লাভলু, হারুন অর রশিদ,  সাংবাদিক আসাদ খান, আবুল বাশার প্রমুখ।  পরে তারা কিশোর গ্যাং বন্ধে জেলা প্রশাসক বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে  একটি স্মারক লিপি প্রদান করে।


যাযাদি/এসএস